ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

মিথিলা-নওশাবার সাথে নিরবের ‘অমানুষ’

বাংলাধারা প্রতিবেদন»

আসছে চিত্রনায়ক নিরবের নতুন সিনেমা ‘অমানুষ’। দুর্ধর্ষ কাহিনী নিয়ে নির্মাণাধীন এই সিনেমার নির্মাতা অনন্য মামুন।

গানের কিছু অংশ ও গুরুত্বপূর্ণ দুটি দৃশ্যের মাধ্যমে বুধবার (১৮ আগস্ট) শেষ হয়েছে নিরব অভিনীত অমানুষ সিনেমার শুটিং।

নিরব জানান, ‘শেষ দিনের শুটিংয়ে সীমান্তবর্তী এলাকায় গহীন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য। এমন পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলের ভেতর ছিলো শুটিং। তাছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতরে ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।’

শুটিংয়ের শেষ দিনে নিরবের সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নিরব-নওশাবা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিথিলা৷ এ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। এছাড়াও আছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপুর মতো গুণী অভিনেতারা।  

সিনেমাটিতে এক দুর্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। এই সিনেমায় এক ‘অমানুষকে দেখানো হয়েছে, যে মানুষকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করাসহ নানারকম অমানবিক কাজ করে। কিন্তু সেই অমানুষের ভেতরেও লুকিয়ে আছে প্রেম।

চরিত্রটির প্রসঙ্গে নিরব জানান, ‘প্রত্যেকটা মানুষের মাঝেই প্রেম থাকে। সে মানুষ হোক বা অমানুষ। কখনও মানুষরা অমানুষ হয়ে যায় আবার অমানুষরা মানুষ হয়। এসব ঘটনা ঘটে পরিস্থিতির কারণে।’

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘অমানুষ’র মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।‘

সিনেমাটি মুক্তির বিষয়ে নির্মাতা জানান, ‘এটি কোনো ওয়েব ফিল্ম নয়; পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর তারপর ওটিটিতেও মুক্তি দেয়া হবে।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ