বাংলাধারা ডেস্ক »
বরগুনার রিফাত হত্যায় জড়িত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির রিমান্ড আদেশ বাতিলের আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ বলেন মামলার তদন্ত চলাকালে মিন্নিকে রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিচারকরা এ কথা বলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন আজ মিন্নির পাঁচদিনের রিমান্ড সংক্রান্ত বরগুনার আদালতের নির্দেশ নিয়ে প্রকাশিত পত্রিকার কয়েকটি প্রতিবেদন উচ্চ আদালতে পাঠান। তিনি উচ্চ আদালতকে বলেন যে রিফাত হত্যার সময় মিন্নি ছিলেন প্রধান প্রত্যক্ষদর্শী।
কিন্তু, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মামলার একজন অভিযুক্ত হিসেবে। তিনি বলেন যে যদি একজন প্রত্যক্ষদর্শীকে গ্রেপ্তার করা হয় তাহলে অন্যান্য প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিতে সাহস পাবেন না।
তিনি আরো বলেন যে মিন্নি এখনো তার স্বামীর হত্যার কষ্ট কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু, তাকে সেই হত্যা মামলার আসামি করা হয়েছে যা অমানবিক ও অযৌক্তিক।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে মিন্নি ও তার বাবা মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিশোরকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয় মিন্নির জবানবন্দি নেওয়ার জন্যে। কিন্তু, রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ