ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেলসহ যুবক গ্রেফতার

মিয়ানমারের পাচারকালে কক্সবাজারের টেকনাফে দেড় হাজার লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করেছে পুলিশ। এ সময় তেল পাচারে অভিযুক্ত পাচারকারীকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়ন বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশের মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রের কিনারা থেকে পাচারে মজুদ তৈলসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

গ্রেফতার যুবক মো. হারুন (৩০) টেকনাফ সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়ার রহিম আলীর ছেলে।

ওসি বলেন, বুধবার ভোর রাতে টেকনাফ থেকে নৌকা করে মিয়ানমারের জ্বালানি তৈল (অকটেন) পাচারের করা হচ্ছে-এমন খবরের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটের মেরিন ড্রাইভে এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে হারুন নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পাচারে ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয় এসময়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং চোরাচালানের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলবে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন