ksrm-ads

১৫ জানুয়ারি ২০২৫

ksrm-ads

মিয়ানমারে পাচারের জন্য মজুদ অকটেন জব্দ, আটক ৩

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকা পার্শ্ববর্তী দেশে পাচারকালে ৫৭টি ড্রামে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন জব্দ করেছে র‌্যাব-১৫। এসময় তিনজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

গ্রেফতাররা হলো— কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর মৃত ঠান্ডা মিয়ার ছেলে আলী আহমদ (৩৮), মৃত মোজাহের মিয়ার ছেলে মো. নাজিম উল্লাহ (৩৭) ও মৃত সোনা আলীর ছেলে মোহাম্মদ হোছন (৪২)।

আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানী তৈলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ সামগ্রী অবৈধভাবে চোরাচাইপথে পাশ্ববর্তী দেশে পাচার করছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আবার দেশীয় উপরোল্লিখিত খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল অন্য দেশে পাচার হওয়ায় দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাচার রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়।

তিনি জানান, গোপন সংবাদে র‌্যাব-১৫ জানতে পারে, টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালী এলাকার মৃত সৈয়দ করিমের বাড়িতে বিপুল পরিমাণ অকটেন মায়ানমারে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। এ খবরে রবিবার রাত সাড়ে ৪টায় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি দল অভিযানে উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে কতিপয় লোকজন পালানোর চেষ্টা করে। এসময় তিন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের ৫-৬ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বসতঘরে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অকটেন মজুদ রাখার কথা স্বীকার করে তারা। পরে তেলভর্তি ৫৭টি ড্রাম জব্দ করা হয়। এতে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন রয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত এবং পলাতকরা বিভিন্ন পেট্রোল পাম্প হতে পাইকারি দামে এসব অকটেন ক্রয় করে অবৈধভাবে পাশ্ববর্তী দেশে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। তারা অকটেন মজুদের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন মো. আবু সালাম চৌধুরী।

আরও পড়ুন