ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ের কৃতি সন্তান জিয়া উদ্দিন সিআইপিকে আমিরাতে সংবর্ধনা

প্রবাসের মাটিতে মিরসরাই বাসীর প্রাণের সংগঠন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মো. জিয়া উদ্দিন বাংলাদেশ সরকার কর্তৃক সিআই পি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমিতির উদ্যোগে রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়া উদ্দিন সিআইপি।

অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরান তিলোয়াত করেন মাওলানা মোহাম্মদ গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরােইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক আরিফুর রহমান চৌধুরী তনিম, সহ-সভাপতি আজিমুল বাহার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাগর।

স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

আরো বক্তব্য রাখেন শেখ মুসলিম উদ্দিন মিলন, মামুনুর রশিদ, মামুন মোরশেদ, মোঃ সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, ইয়াসিন, শিমুল, হাফিজ উদ্দিন,জাহাঙ্গীর আলম শামীম, আইনুল কবির রাসেল, হুমাইয়ুন,মোঃ সেলিম, মোঃ আবু জাফর, মোঃ করিম, মোঃ মেজবা উদ্দিন ভুঁইয়া, মোঃ মিলন,ইমন, মাজিদ মিয়া, মোঃ কামাল সহ সুদূর আল আইন , আবুধাবি, রাস আল খাইমা , আজমান, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে মিরসরাইবাসী।

আরও পড়ুন