চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১ ওসি বদলের তালিকায় রয়েছেন মিরসরাই উপজেলার দুই থানাও। চট্টগ্রামের মিরসরাই থানায় কবির হোসেন এর স্থলে নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন সহিদুল ইসলাম এবং জোরারগঞ্জ থানায় জাহিদ হোসেন এর স্থলে যোগদান করবেন আব্দুল্লাহ আল হারুন। বর্তমানে সহিদুল সন্দীপ এবং হারুন রাউজান থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করেন।
এছাড়াও সিএমপি ও জেলা থানার বদলি হওয়া ওসিরা হলেন- চকবাজার থানার মনজুর কাদের মজুমদার, সদরঘাট থানার মো. গোলাম রাব্বানী, বায়েজিদ বোস্তামি থানার ফেরদৌস জাহান, আকবরশাহ থানার ওয়ালী উদ্দিন আকবর ও বন্দর থানার সঞ্জয় কুমার সিনহা। এদের মধ্যে মনজুরকে বন্দর, রাব্বানীকে আকবরশাহ্, ফেরদৌসকে সরদঘাট, আকবারকে চকবাজার, সঞ্জয়কে বায়েজিদ, বাঁশখালী থানার কামাল উদ্দিনকে সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড থানার মো. তোফায়েল আহমেদকে বাঁশখালী ওসি হিসেবে বদলি করা হয়েছে।