মিরসরাইয়ে এক রাতেই ৩ অটোরিকশা চুরি
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে ৩ টি সিএনজিচালিত অটোরিকশা চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার মঘদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিন ঘড়িয়াটোলা এলাকার ফয়েজ আহম্মদ চেয়ারম্যান বাড়ির সামনে শাহ আলমের গ্যারেজ থেকে ৩ টি সিএনজি গ্যারেজের তালা ভেঙ্গে নিয়ে যায় চোরের দল।
ভুক্তভোগী সিএনজি চালকরা হলেন- একই এলাকার বাসিন্দা মহিউদ্দিন, মো. হানিফ, নিপন্ড কুমার।
সিএনজি চালক মো. হানিফ জানান, প্রতিদিনের মতো সিএনজি আমিসহ ৩জনে গ্যারেজে রেখে তালা দিয়ে যায়। মধ্যরাতে ফোনে খবর পাই গ্যারেজের দরজা খোলা গাড়ি নেই। তাৎক্ষণিক ছুটে গিয়ে দেখি ৩ টি সিএনজির কোনটিই নেই। পরে সম্ভব্য এলাকায় খোঁজ করেও পাইনি। বৃহস্পতিবার বিকালে মিরসরাই থানায় গিয়ে একটি জিডি করি। সেনাবাহিনীকেও অবহিত করি। থানা থেকে সহযোগিতা করার আশ্বাস দিলেও এখনও কোন হদিস মিলেনি। আমরা ৩ জন চালক ঋণগ্রস্ত। এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছি। এই সিএনজি ছিলো আমাদের একমাত্র সম্ভল। এখন আমরা পথের ফকির হয়ে গেলাম। ঋণ শোধ কিভাবে করবো তা জানিনা। একদিন গাড়ি না চালাইলে পরিবারে খাবার জুটে না। তিনি উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, সিএনজি চুরির বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন। চুরির বিষয়টি খতিয়ে দেখছি।