মিরসরাই প্রতিনিধি »
করোনাভাইরাস আতঙ্কে প্রবাসফেরত বাংলাদেশীদের হোম কোয়ারান্টাইনের কথা বলা হলেও বেশির ভাগই প্রবাসী তা মানছেন না।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী গত ২২ দিনে মিরসরাইয় প্রবাস থেকে এসেছেন ২ হাজাররের বেশী প্রবাসী। তন্মধ্যে প্রায় ১ হাজার সাতশ জনের ১৪ দিন পার হয়েছে হলেও বাকি ৩শ’রও অধিক প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টেন মানছেন মাত্র ১৬ জন। বাকি আড়াইশ-এর বেশী প্রবাসী অবাধ বিচরণে নিজেদের ব্যস্ত রেখেছেন। কেউ বা আবার ব্যস্ত রেখেছেন আত্মীয় স্বজনদের বিয়ের বাড়িতে আবার কেউ মোটরসাইকেল যোগে আনন্দ ভ্রমণে মেতে উঠছেন।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের আবু সুফিয়ান নামে এক ওমান প্রবাসী ১০ দিন আগে দেশে এসে মোটরসাইকেল যোগে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
এদিকে বারয়ারহাটে বিদেশ ফেরত এক পৌর কাউন্সিলরের মেয়ের বিরুদ্ধে হোম কোয়ারান্টাইন না মানার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই প্রত্যেক ইউনিয়ন এবং পৌর মেয়রদের সাথে করোনা প্রতিরোধে একাধিক বৈঠক করছে স্থানীয় প্রশাসন।
প্রত্যেক ইউনিয়ন এবং প্রবাসীদের নামের তালিকাও তৈরি করে সেটি প্রকাশ করা হয়েছে এবং বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে হোম কোয়ারান্টাইন থাকার। যারা মানছেন তাদের কয়েক দফা অর্থদণ্ড গুণতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইতোমধ্যে আমরা চেষ্টা করেছি ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক প্রবাসীদের তালিকা তৈরি করা হয়েছে এবং হোম কোয়ারান্টাইনের নির্দেশনা ও দেয়া হয়েছে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ