মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে জলদস্যুতার কাজে বব্যবহৃত একটি নৌকা, দুইটি রাম দা, একটি চাপাতি, একটি কিরিচ ও লুট করে নেয়া একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে জলদস্যু এমরাজ হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়া ও ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এমরাজ হোসেন মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে ও জাহাঙ্গীর হোসেন বাগেরহাট জেলার রামপাল থানার গোবিন্দপুর গ্রামের মৃত মুজিদ শেখের ছেলে।
মিরসরাই থানার পরিদর্শক দীণেশ দাশগুপ্ত জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুতার অভিযোগে এমরাজ হোসেন ও জাহাঙ্গীর নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় জলদস্যুতা ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ