ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

মিরসরাইয়ে বন্যার্তদের পাশে সিটি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান

IMG

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বন্যার্তদের সহযোগিতায় বেজার সকল কর্মচারির একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বেজার পক্ষে সিটি গ্রুপসহ বেজার আওতাধীন বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা আশ্রয়কেন্দ্রে বিতরণের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে।

বেজার আওতাধীন বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান (টিকে গ্রুপ, সিটি গ্রুপ, হেলথ কেয়ার, মেঘনা গ্রুপ ইত্যাদি) তাদের নিজ উদ্যোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পার্শ্ববর্তী প্লাবিত এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৯০০টি পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্রদান করে। সকলের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকার বসবাসকারী পরিবারগুলো দ্রুতই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন মর্মে বেজা আশাবাদী।

IMG
IMG

বেজা বিগত ৫০ বছরের বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করার কারণে অর্থনৈতিক অঞ্চলসমূহ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অর্থনৈতিক অঞ্চল সুরক্ষার জন্য সুপার-ডাইক নির্মাণ করায় বেজার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ত্রাণ সহযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেজার সকল কর্মকর্তা/কর্মচারি সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

IMG
IMG

এছাড়াও প্রেরিত ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট হস্তান্তরে সহযোগিতা করায় বেজার নির্বাহী চেয়ারম্যান মিরসরাই উপজেলায় ত্রাণ কাজে নিয়োজিত সামরিক বাহিনী, উপজেলা প্রশাসন এবং ছাত্রজনতাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন