ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে বিএসআরএম’র লরির ধাক্কায় আহত ৩

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম’র লরির ধাক্কায় লেগুনার চালুক, নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মিরসরাই সোনাপাহাড়স্থ বিএসআরএম কারখানা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিএসআরএম কারখানার গেইট এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে লোহার প্লেটবাহি একটি লরি পেছন থেকে স্বঝোরে ধাক্কা দিলে লেগুনাটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে লেগুনার চালক রাজু, এক নারী ও এক শিশুসহ ৩ জন মারাত্মক আহত হয়। আহতদের স্থানিয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে চালক রাজুর নাম পরিচয় পাওয়া গেলেও নারী ও শিশুর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত নারী ও শিশুর পা ভেঙে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আহত লেগুনা চালক রাজু জানান, বারৈয়ারহাট থেকে মিরসরাই যাওয়ার পথে বিএসআরএম কারখানার ভেতর থেকে একটি লরি বের হয়ে কারখানার ২শ গজ দক্ষিণে কিছু বুঝে ‍ওঠার আগেই পেছন থেকে স্বজোরে ধাক্কা মারে। এতে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মামুন জানান, বিএসআরএম কারখানার লরির ধাক্কায় লেগুনা দুর্ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর লরিটি পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত লেগুনাটি উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ