মিরসরাই প্রতিনিধি »
আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মিরসরাই আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১৫জুন) সকালে মিরসরাই এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মো. আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো: আবুল বাশার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ ও গ্রামীন জনগোষ্ঠীকে ব্যাংকিং খাতের সেবার আওতায় আনার নানামুখী উদ্যোগ গ্রহন করেছে। যার ফলশ্রুতিতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে একদিকে প্রান্তিক মানুষ আর্থিক সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন, অন্যদিকে আর্থিক অন্তর্ভুক্তি বিকাশের কারণে সামষ্টিক অর্থনীতিও শক্তিশালী ভিতের উপর দাঁড়াচ্ছে।
ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ফয়সাল ইসলাম ও আজম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, হেড অব এজেন্ট ব্যাংকিং মো: নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংকের পূর্বাঞ্চলের হেড অফেএসএমই এসএম আলমগীর হোসেন, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চট্টগ্রাম রিজিয়ন হেড সালাউদ্দিন হাজারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আজিজুল হক ভূঁইয়া, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল ও মিরসরাই পৌরসভার সাবেক মেয়র আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল হেড এ.এইচ.এম মিজানুর রহমান, কুমিল্লা রিজিওনাল হেড মোহাম্মদ মনির হোসেন, ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম ক্লাস্টারের শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, হাটহাজারী টেরিটরি ম্যানেজার সাইফুল ইসলাম, বারইয়ারহাট এরিয়ার বিডিএম আবদুল রাজ্জাকসহ টেরিটোরির কর্মকর্তাবৃন্দ।
পরে কেক ও ফিতা কেটে অতিথিবৃন্দ মিরসরাই এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট লাইসেন্স হস্তান্তর করেন।
বাংলাধারা/এফএস/এমআর