চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোলট্রি খামার থেকে ৪ হাজার ডিম ও ৭০টি লেয়ার মুরগি চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা এলাকায় মোশাররফ পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার জানান, বিগত ৫ বছর ধরে তিনি পোলট্রি খামারের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত বুধবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো খামার বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে ফিরে যান। পরদিন সকালে খামার খুলতে গিয়ে দেখতে পান, খামারের চারপাশে থাকা জিআই তার কাটা এবং ভেতরের ৪ হাজার ডিম ও ৭০টি ডিমপাড়া লেয়ার মুরগি চুরি হয়ে গেছে। চুরির ফলে তার প্রায় ১ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফরহাদ মাহমুদ কাউছার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘পোলট্রি খামারে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চুরির এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।