ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের মৃত্যু

মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী ( ৫৫) মারা গেছেন।

মঙ্গলবার (২১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি।

গোপাল চন্দ্র চৌধুরী উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম মুখী ট্রাকের সাথে লেগে মাথায় গুরুতর আহত হন।এমন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হলে পরবর্তীতে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার তিনদিন পর ওই হাসপাতালে মারা যান তিনি।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন