চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালক (প্রশাসন), বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির মিনিস্টার কনসোলার ব্রিগেডিয়ার (অবঃ) মোঃ শামসুল আলম চৌধুরী শামস্। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় মিরসরাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার ও প্রকশনা সম্পাদক সাদমান রহমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও মেহরাজ।
মতবিনিময়ে মোঃ শামসুল আলম চৌধুরী বলেন, বর্তমান পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে মিরসরাইকে এগিয়ে নিতে হলে যার যার অবস্থান থেকে প্রত্যেকের ভূমিকা থাকতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা জন্য গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ মিরসরাই রেখে যেতে চাইলে এখনি সময় সবাইকে সচেতন হওয়ার।