ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

মিরসরাইয়ে স্কুলছাত্র হত্যার প্রধান আসামির ৫ দিনের রিমান্ড আবেদন

মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের স্কুলছাত্র আরমান হোসেন রুবেল হত্যাকাণ্ডের প্রধান আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে কুমিরা নৌ-থানা পুলিশ।

শুক্রবার দুপুরে মিঠানালা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে চালান দিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মিঠানালা ইউনিয়নের শামসুদ্দীনের ছেলে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরমান হোসেন রুবেল গত বছরের ১২ জুন রাতে সুফিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হন। পরে ১৭ জুন মিরসরাই শিল্প জোনের সাগরপাড়ে সাহেরখালী বেড়িবাঁধ এলাকা থেকে রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। কুমিরা নৌ থানা পুলিশ বাদী হয়ে এ ঘটনায় তখন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

রুবেল এর ভাই বেলাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হলেও খুনিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। পরে এলাকাবাসীর পরামর্শে গত ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের সঙ্গে আমি এবং আমার মা শিরিনা আক্তার দেখা করে খুনিদের বিচারের জন্য এলিটের সহায়তা চাই। তারপর এলিট সাহেবের সহযোগিতায় ২২ জুন মামলার অন্যতম আসামি মোক্তার হোসেন কে গ্রেফতার করে কুমিরা নৌ পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিরা নৌ পুলিশের পরিদর্শক মো. শরিফ জানান, স্কুলছাত্র আরমান হোসেন রুবেলকে খুন করে হাত-পা বাঁধা লাশ ফেলে যায় হত্যাকারীরা। নৌ পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্তে বেরিয়ে আসে আসামিদের নাম। শনিবার (২৯ জুন) দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে। অন্যতম প্রধান আসামি আনোয়ার হোসেনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

রুবেল এর বৃদ্ধ মা শিরিনা আক্তার জানান, রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা খুনিদের বিরুদ্ধে মুখ খুলতে না পারায় এক বছর ছিলো খুনিরা। আড়ালে-আবড়ালে একবছর ধরে সন্তানের খুনিদের বিচারের আওতায় আনার দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি। আশ্বস্ত করলেও কেউই এগিয়ে আসেনি।

সর্বশেষ সন্তানের খুনিদের বিচারের দাবি নিয়ে কোরবানির ঈদে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের শরণাপন্ন হয়েছি। এলিট আমার মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলেন, খুনিদের আইনের আওতায় আনতে যথাসাধ্য চেষ্টা করবেন। তার সহযোগিতায় দুইজন আসামি আটক হয়েছে। আমি তাদের ফাঁসি চাই।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ