ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে স্কুল আসবাবপত্র ও শহীদ মিনার ভাংচুর ; আটক-১

মিরসরাই প্রতিনিধি>> চট্টগ্রামের মিরসরাইয়ের স্বনামধন্য শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসবাবপত্র ও শহীদ মিনারে ভাংচুর চালিয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্ররা নিজেদের বিদ্যালয়ে এ ভাঙচুর চালিয়েছে বলে দাবী করেন স্কুল কর্তৃপক্ষ।

এ ঘটনায় বুধবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় ৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রেক্ষিতে পুলিশ সাইদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে আটক করে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৩১আগস্ট বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর হাতে লাঞ্চিত হয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দাস। এঘটনায় ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিস্কার এবং যারা জড়িত তাদের হুঁশিয়ারি করা হলেও ওই শিক্ষার্থীরাই এঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক পেটানোর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে শাস্তি দাবি করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়ের ৩টি শ্রেণিকক্ষের জানালার কাঁচ, নবনির্মিত শহীদ মিনারের কিছু অংশ, প্রধান শিক্ষকের কার্যালয় ভাঙচুর করে ও শৌচাগারের ১টি বেসিন ও ৪টি আয়না ভাংচুর করেছে।

২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় তারা বিদ্যালয়ে এলোপাথাড়ি ভাংচুর চালায়। বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার ১৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয় ৯৮ শিক্ষার্থী। ফলাফল প্রকাশের দিন অকৃতকার্য হওয়া একটি অংশ বিদ্যালয়ে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বাংলাধারাকে বলেন, কিছু দুষ্ট প্রকৃতির ছেলে আছে এরা স্কুলে সব সময় ভাংচুর করে। নবনির্মিত শহীদ মিনার এবং দুটি গাছ, বাথরুমে ভাংচুর, বেসিন ভাংচুর, ফ্যান, স্কুলের প্রত্যেকটি ক্লাস রুমের জানালার গ্লাস সহ বিভিন্ন কিছু ভাংচুর করেছে। এতে প্রায় দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

শাস্তির বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের উপস্থিতিতে হামলাকারী ছাত্রদের অভিবাকদের বলা হলে তারাও শাস্তির দাবী করেন। স্কুল থেকে বহিস্কার এবং বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার তদন্ত কর্মকর্তা এসআই মুজাহিদুল ইসলাম বলেন, গত ৫নভেম্বর ভাংচুরের ঘটনা গতকাল আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে আমরা গতকাল অভিযান পরিচালনা করে সাইদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করি। আজ তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ