ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

স্কুল পর্যায়ে পাশের হার ৮৫.১৪%, দাখিলে ৮০.১৮%

মিরসরাইয়ে স্কুল পর্যায়ে সেরা বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়, মাদরাসায় আবুতোরাব ফাজিল মাদরাসা

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.১৪%, জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষায় পাশের হার ৮০.১৮%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৩.৫৪%, জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে ৪৭টি উচ্চ বিদ্যালয়ের ৫ হাজার ৫’শ ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৭’শ ৪২ জন। অকৃতকার্য হয়েছে ৮’শত ২৭ জন।

উপজেলায় গড় পাশের হার ৮৫.১৪%। জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন পরীক্ষার্থী।

শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ ও ১৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় সেরা বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়।

দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদরাসায় ১ হাজার ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৮’শ ৪৬ জন। অকৃতকার্য হয়েছে ২’শত ৯ জন। পাশের হার দাখিলে ৮০.১৮%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। কারিগরি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৭ জন। পাশের হার ৯৩.৫৪%। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, মিরসরাইতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.১৪%, জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন পরীক্ষার্থী আর দাখিল পরীক্ষায় পাশের হার ৮০.১৮%, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৩.৫৪%। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

আরও পড়ুন