বাংলাধারা প্রতিবেদক »
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন।
রবিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ঘাটমাঝি বাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি এই অর্থ সহায়তা প্রদান করেন।
অর্থ সহায়তা প্রদানকালে ব্রিগেডিয়ার সামছ চৌধুরী, বারইয়ারহাঠ পৌরসভার কাউন্সিলর আজহার, স্থানীয় ইউপি সদস্য মিতুল, দিল মোহাম্মদ,জিয়া উদ্দিন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।