ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ২২ বছর। লাশের গলা আংশিক কাটা রয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ওমেরা গ্যাস কারখানা এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার বেলা ২ টায় জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গলা আংশিক কাটা ছিল।

‘ধারণা করা হচ্ছে, কেউ মেরে লাশটি ওই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ