মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকিরহাট যাত্রী চাউনী এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলো— কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার তরছঘাট (ঘাটিয়ার চর) এলাকার ফরিদ আলম প্রকাশ পুতু সওদাগরের পুত্র মো. জোনায়েদ (৩৮) ও একই এলাকার ইউনুছের মেয়ে রিনা আক্তার (৩৪)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রোববার রাতে হাদিফকিরহাট এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে জোনায়েদের পকেটে ও রিনা আক্তারের হাত ব্যাগ থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের শেষে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।