মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আছিয়া খাতুন (৫৫) কাটাছরা ইউনিয়নের (৬ নং ওয়ার্ডের) পূর্ব কাটাছরা গ্রামের নুর আহাম্মদ গণি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত জেবল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আছিয়া ৩ ছেলে ও ১ মেয়ের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানায়, খবরটি শুনে দ্রুত ঘটনাস্থলে গেলে মেঝেতে ওই নারীর লাশ দেখতে পাই এবং বুকের উপর একটি ছেলের ছবি পাওয়া যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা এই বিষয়টি আমি অবগত নই।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, মুক্তিযোদ্ধা জেবল হকের স্ত্রী নিহত আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা লাশ উদ্ধারের জন্য গেলে কোন স্বজনের দেখা মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন।
বাংলাধারা/এফএস/এআই