ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে গ্রিল চাপায় প্রবাসীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রিল চাপায় রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মনির আহাম্মদ মেস্ত্রী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হেঞ্জু মিয়া ওই বাড়ির হাবিবুল্লাহ সওদাগরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের প্রবেশমুখে শ্রমিক দিয়ে নতুন লোহার গ্রিলের দরজা লাগানোর সময় হঠাৎ করে ছিটকে অসাবধানতাবশত দরজাটি হেঞ্জু মিয়ার বুকে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই নেছার আহাম্মেদ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন