ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে চার পায়ের কন্যা শিশুর জন্ম!

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে নাছরিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ চার পা বিশিষ্ট একটি কন্যা শিশুর জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ শিশুরু জন্ম দেন তিনি। ওই গৃহবধূ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

হাসপাতালটির ব্যবস্থাপক ফেরদৌস খান বলেন, শিশুটির বাবা সাইদুল ইসলাম ও মা নাসরিন আক্তার। তারা চট্টগ্রামের বূজপুর উপজেলার হেয়াকো বাগানবাড়ির এলাকার বাসিন্দা।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করানোর পর আট্রাসনোগ্রাফিক পরীক্ষা করে দেখা যায় কিছু অস্বাভাবিক বিষয় আছে। এরপর রাতে প্রসব হয়। তবে সিজার দরকার হয়নি। স্বাভাবিক প্রসবই হয়। দুইটা বড় পায়ের পাশাপাশি ছোট দুটি পা রয়েছে শিশুটির।

শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. মারিয়া কিবতিয়া বলেন, ‘সোমবার রাত ২ টার দিকে গৃহবধূ নাছরিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে মঙ্গলবার ভোর ৫ টার সময় ওই গৃহবধূর ৪ পা বিশিষ্ট এক কন্যা শিশুর জম্ম দেন।’

শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক বলেন, হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. মারিয়া কিবতিয়ার তত্ত্বাবধানে চার পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। শিশুটির ৪ পায়ের মধ্যে ২ টি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি ২ টি পা অস্বাভাবিক এবং মেরুদন্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮’শ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ্য হলেও শিশুর হালকা শ্বাস কষ্ট রয়েছে।

আরও পড়ুন