মিরসরাই প্রতিনিধি »
“মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্য নিয়ে মিরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে একটি জনসচেতনতা বৃদ্ধি মূলক র্যালী বের করে।
এসময় উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই ১নম্বর ইউনিটের টিম লিডার মিনহাজ উদ্দিন রাজিব, ১১ নং মঘাদিয়ার ইউনিট টিম লিডার মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ডাইরেক্টও আক্তারুন্নবী শামীম, সিপিপি সদস্য মঞ্জুরা বেগম ও অপারেটর জসিম উদ্দিন প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর