ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাই প্রতিনিধি»

মিরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় আরাফাত হোসেন (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আরাফাত হোসেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার মোঃ মোশাররফ হোসেনের ছেলে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১নং ব্রীজের দক্ষিণ পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরাফাত হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ড্রাম ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ ও মোটরসাইকেলটি অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ফাঁড়িতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন