ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আরও তিন মরদেহ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি ঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের ঊপকূলে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি লাশ উদ্ধার করেছে। তবে তাদের শরীর ফুলে গেছে। এ নিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

উদ্ধার হওয়া লাশগুলো হলো- পটুয়াখালী সদরের সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আ. হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি। এর আগে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া লাশটি ছিল একই এলাকার ফকির বাড়ির ফকির রহমানের ছেলে আল আমিন ফকির (২৯)।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে এক জনের মরদেহ উদ্ধারের পর রাত ১২ টায় উদ্ধার সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

নিখোঁজ হওয়া আট শ্রমিক হলেন- সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা, আ. হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, ইউসুফ হাওলাদারের ছেলে মো. বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে আলম সর্দার, সেকান্দার বারির ছেলে জাহিদ বারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকির।

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ নং চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে সাগরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে ড্রেজারটি ডুবে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন