ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডে ৯ বসতঘর ভস্মীভূত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী ও ওয়াহেদপুর ইউনিয়নে রবিবার দিবাগত রাতে এবং সোমবার (১৫ মার্চ) পৃথক অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে।

উপজেলার মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনু ভুঁইয়া পাড়া গ্রামের ছেরু হাফেজ বাড়িতে রবিবার দিবাগত রাত ১টায় ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুন লাগে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। আগুনের লেলিহান শিখায় শাহ আলম, মো. রবিন, মো. নুরুল ইসলাম, মো. সাদ্দাম, মো. নিজাম, সৈয়দুল হকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ারসার্ভিস জানায় এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুর দুইটায় উপজেলার ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার ভূইঁয়া বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় আবুল কাশেম, মো.কিবরিয়া এবং হিমেলের ৩টি বসতঘর পুড়ে যায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন