মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বাপ্পি (১৮) বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন। বুধবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রোকনদিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বাপ্পি ওচমানপুর ইউনিয়ননের মুন্সি মিঝি বাড়ির মো. মুসা মিয়ার পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে বাপ্পি সবার ছোট।
নিহতের চাচতো ভাই মিনহাজুল আবেদীন রিংকু বলেন, বুধবার সকালে ঈদের নামাজ শেষে কোরবানি গরুর কাজ করছিলেন। এসময় বাপ্পি বলে, আমার কাছে গরম লাগতেছে একটু ফ্যানের বাতাস খেয়ে আসি। তখন সে টেবিল ফ্যানটা ধরে তার দিকে মুখ করে দিতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে মাটিয়ে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাপ্পির এমন মৃত্যু পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারছেনা। তার মৃত্যুতে নিজ গ্রাম রোকনদিপুর গ্রামের মানুষ মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ওচমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, খুবই মর্মান্তিক বিষয়। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।
বাংলাধারা/এফএস/এআর