ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, মুহূর্তেই লাশ ১১ পর্যটক

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে খৈয়াছড়া ঝরনা সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় রেলক্রসিংয়ের ওপর উঠে যায় মাইক্রোবাসটি। এসময় ঢাকা থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় অনেক দূরে পড়ে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘স্পটে ১১ জন নিহত হয়েছেন। ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত আরও বাড়তে পারে।’

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

আরও পড়ুন