সাদমান সময়, মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়েছে মিরসরাই থানা পুলিশ। অভিযানে উপযুক্ত কাগজ পত্র না থাকায় চোরাই সন্দেহে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে সুফিয়ারোড় এলাকায় শাকিলের গ্যারেজে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে এএসপি সার্কেল লাবিব আব্দুল্লাহ জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি শাকিলের গ্যারেজে বেশ কিছু চোরাই মোটর সাইকেল রাখা হয়েছে কাঠামো পরিবর্তন করে কম দামে বিক্রি করার জন্য। তার মধ্যে একটি গাড়ির নম্বরও জানানো হয়।

তথ্য যাচাই করে বিকালে গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে সঠিক কাগজ পত্র না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে। থানা পুলিশে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগিরা। গত এক সপ্তাহে মিরসরাই সদর থেকে ৫টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। তার মধ্যে একটি মিরসরাই থানা পুলিশ উদ্ধার করে অন্য একটি ফেনী ডিবি পুলিশ উদ্ধার করে। এসময় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার কওে কোর্টে প্রেরণ করে।
এদিকে মিরসরাই থেকে গত ৬ মাসে শতাধিক মোটরসাইকেল চুরি হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তবে এএসপি সার্কেল লাবিব আব্দুল্লাহ জানিয়েছেন, পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করেছে। তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে।
বাংলাধারা/এফএস/এআই