সাদমান সময় »
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি বছরের মত এবারও বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তবে করোনা মহামারির কারণে বিগত বছরগুলোর মতো এবার উৎসবের আমেজ ছিল না।
উপজেলার সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আজ সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা।
সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি।
সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে।
অভিভাবকরা জানান, করোনার কারণে স্কুল বন্ধ ছিল। শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে নতুন বই পেয়ে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, সমগ্র উপজেলায় বছরের প্রথম দিন থেকে বই বিতরণ শুরু হয়েছে৷ এ বছর উপজেলার ২৬২ প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ হাজার শিক্ষার্থীকে ৩ লাখ নতুন বই দেয়া হবে।
বাংলাধারা/এফএস/এআর