মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলা যুবলীগের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ।
আট বছর পর গঠিত এই কমিটিতে সভাপতি পদে মো. মাইনুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে ইব্রাহিম খলিল ভূঁইয়াকে।
রোববার (৬ ডিসেম্বর) জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম স্বাক্ষরিত এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে তিন জনকে। তারা হলেন শেখ আব্দুল আউয়াল তুহিন, মো. আশরাফুল কামাল মিঠু ও রাসেল ইকবাল চৌধুরীকে।
জানা গেছে, কমিটির সভাপতি ও সহ সভাপতির বাড়ি একই ইউনিয়নে। ৪ জনই ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা।
অন্যদিকে একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফরহাদ হোসেন। ফরহাদ সদ্য বিলুপ্ত হওয়া মিরসরাই উপজেলা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক।
বাংলাধারা/এফএস/এআর