মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের ২০১৯-২১ কাউন্সিলে গঠিত কমিটির সভাপতি হন দৈনিক আমাদের সময় পত্রিকার মিরসরাই প্রতিনিধি নুরুল আলম এবং সাধারণ সম্পাদক হন দৈনিক কালের কন্ঠ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু।
শনিবার (৮ জুন) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে তাদেরকে মনোনীত করা হয়।এর আগে অনুষ্ঠিত পূর্ব সাধারণ সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন পারভেজ, নুরুন্নবী আজাদ, শারফুদ্দীন কাশ্মীর, সেলিম উদ্দিন, হেদায়েত উল্লাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, ওয়াজি উল্ল্যাহ, উজ্জ্বল দাশ।
বেলা ১২টায় শুরু হওয়া সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য খালেদা বেগম লুৎফা, দৈনিক ভোরের কাগজের সাহিত্য সম্পাদক ছালেক নাছির উদ্দিন, সাংবাদিক মাসুদ হোসেন শান্ত, বাংলাধারার সম্পাদক ফেরদৌস শিপন, দৈনিক জাগরণের স্টাফ রির্পোটার শাহাদাৎ হোসেন চৌধুরী, নিউজ ১৯৭১ এর বার্তা সম্পাদক জয়নাল আবেদীন। দুপুরে প্রীতিভোজের মধ্য দিয়ে কমিটি গঠন প্রক্রিয়ার শেষ হয়। কাউন্সিল অধিবেশনে ২০১৯-২১ সালের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তর এর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর।
পরে ওইদিন বিকালে ক্লাব মিলনায়তনে এসে ক্লাবের নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগ, মিরসরাই পৌরসভা বিএনপি, মাসিক মীরসরাই, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগ, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম, লায়ন্স ক্লাব অব মিরসরাই, লিও ক্লাব অব মিরসরাই, শান্তিনীড়, হিতকরী, স্বপ্নতরী-৭১, অদম্য-২০০৫, সৃজন সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এমআর/বি