ksrm-ads

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

মিরসরাই শিল্পনগরের ‘এশিয়ান পেইন্টস’ কারখানায় আগুন

fire

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের এশিয়ান পেইন্টস নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সওকত হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামে একটি কারখানার ভেতরের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মেশিনারিজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচ তলায় থাকায় ক্যামিক্যালগুলো আগুন লাগার সাথে সঙ্গে সরিয়ে ফেলায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, আজ সকালে কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর জানানো হবে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আজ সকালে এশিয়ান পেইন্টস নামক একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা।

কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন