ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিস ইউনিভার্স অরগানাইজেশন কিনে নিলেন ট্রান্সজেন্ডার ধনকুবের

আন্তর্জাতিক ডেস্ক »

যে কোম্পানির আয়োজনে সাত দশক ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয়ে আসছে, সেই মিস ইউনিভার্স অরগানাইজেশনকে ২ কোটি ডলারে কিনে নিয়েছেন থাই মিডিয়া টাইকুন অ্যান জাকাপং জাক্রাজুতাটিপ।

এই রূপান্তরকামী নারী জেকেএন গ্লোবাল গ্রুপ নামের একটি পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান। তার কোম্পানি বিভিন্ন ধরনের টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও পরিবেশন করে।

এর আগে জাক্রাজুতাটিপকে জনপ্রিয় আমেরিকান রিয়েলিটি শো ’প্রজেক্ট রানওয়ে’ ও ’শার্ক ট্যাঙ্ক’ এর থাই সংস্করণে অংশ নিতে দেখা গেছে।

মিস ইউনিভার্স অরগানাইজেশনে একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানা ছিল। ওই কোম্পানি এখন জাক্রাজুতাটিপের হাতে যাওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তেও বৈচিত্র্য আসতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে জীবনে যে অভিজ্ঞতার মুখোমুখি জাক্রাজুতাটিপকে হতে হয়েছে, সে বিষয়ে তিনি বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিতি।

এক বিবৃতিতে তিনি মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে তার কোম্পানির একটি ‘শক্তিশালী ও কৌশলী’ সংযোজন হিসেবে বর্ণনা করেছেন।

“এ আয়োজনের ঐতিহ্যকে ধরে রেখে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও সংস্কৃতির উত্সাহী প্রতিনিধিদের একটি মঞ্চ দেওয়াই কেবল আমাদের উদ্দেশ্য নয়; বরং এই ব্র্যান্ডকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য বিকশিত করার কাজটিও করতে চাই।”

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রধান নির্বাহী অ্যামি এমেরিখ ও প্রেসিডেন্ট পলা শুগার্ট এক বিবৃতিতে বলেন, “অন্যান্য ব্র্যান্ড ও বৈশ্বিক সহযোগীদের সঙ্গে আমাদের সম্পর্ক এখনই সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। আমাদের প্রগতিশীল দৃষ্টিভঙ্গিই ইন্ডাস্ট্রিতে আমাদের সামনের সারিতে নিয়ে গেছে।”

১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ কোম্পানির মালিকানায় অংশীদারত্ব ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। ২০১৬ সালের নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের সম্পর্কে ট্রাম্পের এক মন্তব্যের জেরে দুই টেলিভিশন স্টেশন প্রতিযোগিতাটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়।

সাবেক এক মিস ইউনিভার্সকে ‘মিস পিগি’ বলেছিলেন ট্রাম্প। এছাড়াও নারীদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের জন্য তুমুল সমালোচনায় থাকা ট্রাম্প তখন মালিকানা ছেড়ে দেন।

জাক্রাজুতাটিপের হাতে কোম্পানির কর্তৃত্ব আসায় এখন প্রতিযোগিতায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

আয়োজকরা বলেছেন, আগামী বছর থেকে বিবাহিত নারী এবং মায়েরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতদিন কেবল অবিবাহিত এবং সন্তানহীন নারীরাই প্রতিযোগী হতে পারতেন।

৭১ বছর ধরে চলে আসা এ প্রতিযোগিতা সম্প্রচার হয় বিশ্বের ১৬০টিরও বেশি দেশে।

আরও পড়ুন