পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষে দুই দিনব্যাপী বার্ষিক মাইজভাণ্ডারি সম্মেলনের আয়োজন করেছে রাঙ্গুনিয়ার মীরের খীল আশেকানে মাইজভাণ্ডারী সম্মেলন কমিটি, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।
সোমবার ও মঙ্গলবার (২, ৩ ডিসেম্বর) এ দুই দিনব্যাপী সরফভাটার মীরের খীল বাজার সংলগ্ন ময়দানে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন সাবেক ইউপি সদস্য ও মাইজভাণ্ডারি এসোসিয়েশন কমিটি মীরের খীলের সভাপতি মুহাম্মদ নাসিম উদ্দীন সিকদার মাইজভাণ্ডারি।
প্রথম দিন সোমবার বাদে আসর কেরাত ও নাত পরিবেশন, বাদে মাগরিব শানে মাইজভাণ্ডারি কালাম, মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত, রাত ৯টায় সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মুহাম্মদ আবুল হাশেম নঈমী আত্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী (ম.জি.আ), প্রধান আলোচক থাকবেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কমিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আ. ন. ম. নজমুল হোসাইন নঈমী (ম.জি.আ.), প্রধান বক্তা থাকবেন উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মওলানা মুহাম্মদ আজগর আলী আলকাদেরী, হযরত হাঁছি ফকির (রহ.) সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মওলানা মুহাম্মদ নঈমুল হক সরমদ নঈমী, মাহমুদুল হাসান আত্তারী নঈমী, মওলানা মুহাম্মদ মহিউদ্দিন নেছারী।