ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আয়ুব আলীকে (৭০) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে আইয়ুব আলীর অবস্থান ও পরিচয় শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০০১ সালের নভেম্বরে জমি নিয়ে বিরোধের জেরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরীপাড়া এলাকায় মাহমুদুল হককে হত্যা করা হয়।

এ ঘটনার চার মাস পর ২০০২ সালের মার্চে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। জানে আলম তার ছোট ভাই মাহমুদুল হক হত্যা মামলার সাক্ষী ছিলেন। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে হাইকোর্টে আয়ুব আলীসহ ১০ জনের ফাঁসির রায় বহাল থাকে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ