৮ জুলাই ২০২৫

মেক্সিকোতে গোপন কবরে ৩১ লাশের সন্ধান মিললো

বাংলাধারা ডেস্ক »

মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারার বাইরে গোপন কবরে ৩১টি লাশের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির জালিস্কো রাজ্যের তদন্তকারী দল কবরটির সন্ধান পায়।

জালিস্কোর কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্পত্তির কাজ শেষে এই অঞ্চলে ৩১টি মরদেহ পাওয়া গিয়েছিল, যার মধ্যে ছয়জন নারী। ১০টি লাশ শনাক্ত হয়েছে যার মধ্যে ৯টি ছিল নিখোঁজ হওয়া ব্যক্তিদের।’

ঘটনাস্থলের পাশে আরো দুটি স্থান শনাক্ত করেছেন তদন্তকারীরা। তাদের ধারণা সেখানে আরো কবর থাকতে পারে। ফরেনসিক বিশেষজ্ঞরা শুক্রবার থেকে ওই অঞ্চলগুলোতে তদন্ত শুরু করে।

সাম্প্রতিক সময়ে মেক্সিকোর জালিস্কোতে সংঘবদ্ধ অপরাধের মাত্রা বেড়ে গেছে বহুগুণ। গুয়াদালাজারার একটি শহরে মে মাসে ৩০ টি সমাহিত মৃতদেহের সন্ধান পাওয়া যায়। সেপ্টেম্বরে একই এলাকায় ৩৪টি লাশ পাওয়া গিয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ