ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮, চালক আটক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন।

রয়টার্স জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ারিত রাজ্য সরকার।

আরও পড়ুন