চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভুক্ত মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটে এসএসসি ও দাখিল ফলপ্রার্থী ছাত্র-ছাত্রীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুদ্দীন শিশির বলেন, বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। হাতে-কলমে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট সেই কাজটিই সফলতার সাথে করে যাচ্ছে।
সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, প্রযুক্তির ইতিবাচক দিক ব্যবহারের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলে উজ্জ্বল হবে ভবিষ্যত। তাই তিনি প্রযুক্তিকে ধারণ করে প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হান উদ্দিন, শুভ দে, বাহার উল্লাহ।
উল্লেখ্য, গত দুই যুগেরও অধিক সময় ধরে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে মেমোরী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের সুনাম রয়েছে পুরো দেশজুড়ে।