ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবলীগ নেতাসহ নিহত ২

কক্সবাজারের-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ মে) বেলা ১টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া বড়ডেইল এলাকায় এ ঘটনা দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. সামিউদ্দিন।

নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা (প্রকাশ) কিরন চাকমা (৪০)।
অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত কিরন চাকমা হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।

তিনি বলেন, রবিবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকায় দুই মটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহতের মধ্যে বারিক্কা কিরন চাকমা (৪০) হোয়াইক্যং হরিখোলা গ্রামের অপরজন ঢাকা সাভারের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন