ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

মোংলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

বাগেরহাট জেলা প্রতিনিধি» ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের পঞ্চগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে পঞ্চগ্রামের যুবসমাজের আয়োজনে উদযাপিত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুর টায় অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে এ পূজা শুরু হয়েছে। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও বিদ্যার্থী’সহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত-শত বিদ্যার্থীসহ বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই পঞ্চগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।

এ বিষয়ে পঞ্চগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে সরস্বতী পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অঞ্জন হালদার বলেন, আমাদের এ পূজা উপলক্ষে আমাদের স্কুলে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন