বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের বিপিএল পর্বে টানা দুই ম্যাচ টস হেরেও দুই ম্যাচই জিতলো ফরচুন বরিশাল।
শনিবার (১৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বর অবস্থানে উঠে আসে বরিশাল।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামতে হয় কুমিল্লাকে। দুই ইনিংস মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। দলের পক্ষে একাই নেন ৪৫ বলে ৮১ রান। সাকিবের ব্যাটের ওপর ভর করে লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ১৮০ স্ট্রাইক রেটে ৮টি ৪ ও ৪টি ওভার বাউন্ডারিতে ৮১ রান তুলেন ফরচুন ক্যাপ্টেন।
ব্যাটের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন সাকিব। তিন ইকোনোমিতে তিন ওভারে ১১ রানে দিয়ে নিয়েছেন ১ উইকেট। দলের জয়ে দারুণ অবদান রাখায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান সাকিব আল হাসান।