বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা থেকে কক্সাবাজার গামী যন্ত্রশিল্পীদের মাইক্রোবাসকে চাপা দেওয়া সেই লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) দিনগত রাত সোয়া ২টার দিকে আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লরির চালকের নাম আক্কাস আলী (৬৮)। তার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ঘাতক লরি চালক আক্কাসকে রোববার দিনগত রাতে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আক্কাস জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।
গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যন্ত্রশিল্পী নিহত হন এবং ৬ জন আহত হন।
বাংলাধারা/এফএস/এআই