চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলান্ত কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কা জনক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুর ইউনিয়নের মোস্তফা ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রেজাউল, শারমিন আক্তার, শান্তি রায় শাহিনুর, শহীদুল্লাহ, আরিফ, সুস্মিতা বড়ুয়া, বাদল, নয়ন কুমার, রিনা, ফরহাদ, পিয়াস, জিয়াউল হক, জান্নাত, ইমরান, জাহাঙ্গীর, খোকন।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে যাত্রীবাহী বাসে থাকা চালক, সহকারী বাসে যাত্রীসহ ১৭ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টার পাশাপাশি ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে সাতজনের অবস্থা আশংকা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি দশজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির একটি যাত্রী বাহী বাস পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।