ksrm-ads

৭ নভেম্বর ২০২৪

ksrm-ads

যানজটের নরক পুরাতন ব্রিজঘাট!

নরক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটের তিন রাস্তার মোড় যেন যানজটের নরক। এখানে বিকেল থেকে রাত অবধি তীব্র যানজট লেগেই থাকে। সিডিএ সড়কের এই তিন রাস্তার মোড়ের যানজটে নাকাল থেকে পরিত্রাণ চান চরপাথরঘাটার তথা পাঁচ ইউনিয়নের মানুষ।

এ সড়ক হয়ে পাঁচ ইউনিয়নের প্রায় অর্ধ লাখ মানুষ প্রতিদিন শহরে আসা যাওয়া করে। বিভিন্ন কারখানা মিল ফ্যাক্টরী ও জাহাজের লোকজন বাজার করতে আসেন পাশের গ্রামীণ সুপারশপে। ব্রিজঘাটের এ মোড়ে যুক্ত রয়েছে বিএফডিসি সড়ক, মইজ্জ্যারটেক সড়ক ও সিডিএ সড়ক।

সরেজমিনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, তীব্রতর এ যানজটের মূলে রয়েছে তিন চাকার ব্যাটারি চালিত অটো রিক্সা, সড়কের উপর দোকানপাট ও সরু রাস্তা। দাঁড়িয়ে রয়েছে ট্রাক, লরি, সিএনজি ব্যাটারিচালিত রিকশা।

যদিও প্রতিদিন হাজার হাজার মানুষ যানজটে ভোগান্তির শিকার হলেও এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ কিংবা ট্রাফিক পুলিশ কোন উদ্যোগ গ্রহণ করছে না। এ ভোগান্তির শিকার ইছানগরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনও (বিএফডিসি)।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য ফরিদ জুয়েল বলেন, ‘দিন দিন তিন রাস্তার মোড়টি যেন বিষপোড়া হয়ে যাচ্ছে। ২২ বছরেও প্রশাসনের কোন বিভাগের টনক নড়ছে না। নীরব রয়েছে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং দক্ষিণ জোনের ট্রাফিক বিভাগ।’

স্থানীয়দের মতে, সড়কের দুপাশে বাজার বসায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চলে রাত ১১টা পর্যন্ত। পথচারী থেকে শুরু করে চাকরিজীবি যাত্রীরাও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া যত্রতত্র রাস্তার উপর ভাসমান দোকান বসায় ঘটছে নানা দুর্ঘটনাও। সামনে রমজানে বাড়তি চাপে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হবার শঙ্কা রয়েছে।

ওদিকে, সড়ক আইন সংশোধন করে গত ডিসেম্বরে জারি করা আইন অনুযায়ী, সড়কের ভূমির প্রান্তসীমা থেকে ১০ মিটার পর্যন্ত সংরক্ষিত অংশ। আগে থেকে অনুমতি না নিয়ে এই অংশে হাট-বাজার বসানো, অবকাঠামো তৈরি কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে ওই অংশটি ব্যবহার করা যাবে না। কিন্তু এ আইন মানছে না সংশ্লিষ্ট কোন বিভাগ।

খোয়াজনগরের ইউপি সদস্য আবদুন নুর জানান, ‘সড়কের উপর এভাবে বাজার বসানো পুরোপুরো অবৈধ। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে মানুষের চলাচল নিশ্চিত করতে এসব উচ্ছেদ করা জরুরী।’

সামনে রমজান উপলক্ষে যানজট নিরসনে ব্রিজঘাট তিন রাস্তার মোড় উচ্ছেদ করে প্রশস্ত করা হবে কিনা জানতে চাইলে মইজ্জারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. আমীর ফারুক বলেন, ‘কর্ণফুলীতে আমি মাত্র যোগদান করেছি। এখনো কাজ শুরু করতে পারিনি। আমি ছুটিতে আছি। কাজ শুরু করলে অবশ্যই যানজটকে গুরুত্ব দিয়ে কাজ করব।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগ এবং জুয়া বন্ধে আমরা পুরোদমে কাজ করতেছি।’

কর্ণফুলী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘যানজট দেখা দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘এভাবে সড়ক ও জনপথের সড়কের উপর বাজার বসানোর ফলে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরী হয়। আইনে এসব বাজার সম্পূর্ণ অবৈধ। এসব বাজারের কারণে নিরাপদ সড়ক গড়ার উদ্যোগ সফল হচ্ছে না।’

আরও পড়ুন