ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

যানবাহনে চাঁদাবাজি—মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের ৪ সদস্য ক্লোজড

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ৪ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ এ আদেশ দেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ক্লোজড সদস্যরা হলেন, এটিএসআই মোশাররফ (৩২), কনস্টেবল রাশেদুল (৪০), কনস্টেবল রফিক (৩৮) ও কনস্টেবল সোহেল রানা (২২)।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, এসপি স্যারের আদেশে প্রশাসনিক কারণে জোরারগঞ্জ হাইওয়ে থানার ৪ জন পুলিশ সদস্যকে গতকাল ক্লোজড করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা এসপি কার্যালয়ে রয়েছেন।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজির ঘটনায় হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চাঁদাবাজিতে জড়িত থাকার সত্যতা মিললে তাদেরকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে একাধিক বার কল দিয়ে ও থানায় গিয়েও পাওয়া যাইনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ