ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত ৪৩

Helene-fdabaee

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফ্লোরিডার বিগ বেন্ডের উপকূলে আঘাত হানে। বিগ বেন্ডে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এ অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে জর্জিয়া ও ক্যারোলিনাসে চলে গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) জানিয়েছে, ঘূর্ণিঝড় হেলেন বৃহস্পতিবার রাতে প্রথমে দেশটির উপকূলে আঘাত হানে। এরপর স্থলভাগে আঘাত হানে। এটি  স্থলভাগে প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চালিয়েছে।

এ ঘূর্ণিঝড়ের ফলে শুক্রবার অঞ্চলটির রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে।

বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এ ঘূর্ণিঘড়ের ফলে শত শত বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

হেলেন যদিও এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবু আবহাওয়া পূর্বাভাসকারীরা উচ্চ বাতাস, বন্যা ও টর্নেডোর হুমকি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন।

আরও পড়ুন