ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

যুবকের ঝুলন্ত মরদেহ মিলল কক্সবাজারের বাগানে

বাংলাধারা ডেস্ক »

কক্সবাজারের ঈদগাঁওয়ে মো. হানিফ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হানিফের বাড়ি নেত্রকোনার গাগরা ইউনিয়নে।তার বাবার নাম মনজুর হক।

গতকাল (৭ জুন) রাত সাড়ে ১১টায় ঈদগাঁওয়ের গজালিয়া এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, গজালিয়া এলাকায় একটি ঝুলন্ত মরদেহর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতের বড় ভাই নজরুল হানিফের আত্মহত্যা্র সম্ভাবনা নাকচ করে বলেন, তার মৃত্যুর জন্য অবশ্যই কেউ দায়ী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্ছ শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ